আগামী অক্টোবরে ১৩ বছরে পা রাখবেন ইউ জিদি। আর তার আগে ইতিহাসের পাতায় নাম তুললেন তিনি। বড় কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় ইউয়ের চেয়ে কম বয়সে পদক জিতেছেন কেবল একজনই, তিনি হলেন ডেনমার্কের সাঁতারু ইনগা সোরেনসেন।
আরও পড়ুন: বিতর্ক দিয়ে শেষ হলো জাতীয় বক্সিং প্রতিযোগিতা
১৯৩৬ বার্লিন অলিম্পিকসে ১২ বছর পূর্ণ হওয়ার মাস খানেক আগে বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনি। ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ব্রোঞ্জ জিতেছিলেন সোরেনসেন। আর জিদির বয়স এখন ১২ বছর ৯ মাস।
গত বৃহস্পতিবার (৩১ জুলাই) একটুর জন্য ২০০ মিটার বাটারফ্লাইয়ে পদক পাননি ইউ, হয়েছেন চতুর্থ। এর আগে গত সোমবার (২৮ জুলাই) ব্যক্তিগত মিডেলে ফাইনালে ০.০৬ সেকেন্ডের জন্য পাননি এই চীনের এই সাঁতারু, এখানেও চতুর্থ হয়েছেন তিনি।
আরও পড়ুন: বিশ্বকাপে নিষিদ্ধ হতে পারেন ব্রাজিলের সমর্থকরা
এর আগে গত মে মাসে তিনি বিশ্ব রেকর্ড গড়েছেন। ১২ বছর বয়সী কোনো সাঁতারুরর জন্য ২০০ মিটার ব্যক্তিগত মিডেলেতে ২ মিনিট ১০.৬৩ সেকেন্ড সময় নিয়ে এই বিশ্ব রেকর্ড গড়েন ইউ জিদি। ইউ জিদি বলেছেন, ‘এটা বেশ আবেগময় অনুভূতি, আমার ভীষণ ভালো লাগছে।’
]]>