১২ ঘণ্টা পর চট্টগ্রামে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

৩ সপ্তাহ আগে
প্রশাসনের আশ্বাসে বৃহত্তর চট্টগ্রামে গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

রোববার (২৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে জেলা প্রশাসনের সম্মেলন জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুজ্জামানের সঙ্গে বৈঠক শেষে গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা ধর্মঘট প্রত্যাহার করেন।


এর আগে শনিবার (২৭ এপ্রিল) দুপুরে চালকদের গণহারে গ্রেফতার বন্ধ ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গাড়ি পোড়ানোর প্রতিবাদসহ ৪ দফা দাবিতে চট্টগ্রাম বিভাগের ৬ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দেয় গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। রোববার ভোর ৬টা থেকে ধর্মঘট শুরু হয়।


আরও পড়ুন: চট্টগ্রামের ৬ জেলায় ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক


তাদের ৪ দফা হলো: চালকদের গণহারে গ্রেফতার বন্ধ, তাদের হয়রানি না করা, নিরাপত্তা বৃদ্ধি এবং পুড়িয়ে দেয়া গাড়ির ক্ষতিপূরণ দেয়া।


এই ধর্মঘট পালিত হয় চট্টগ্রাম মহানগর ও জেলা, তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এবং কক্সবাজার ও ফেনী জেলায়। ধর্মঘটের আওতায় ছিল বাস, মিনিবাস ও হিউম্যান হলারসহ বিভিন্ন গণপরিবহন।

]]>
সম্পূর্ণ পড়ুন