দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের তুরমুস আইয়ায় ইসরায়েলি সেনা ও অবৈধ সেটেলারদের গুলিতে ১৪ বছর বয়সী ফিলিস্তিনি-আমেরিকান কিশোর আমের রাবি নিহত হয়েছেন। মার্কিন নাগরিক আরও দুই কিশোর গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর যুক্তরাষ্ট্রে থাকা রাবির আত্মীয়-স্বজনরা প্রশাসনের কাছে অনেক প্রশ্নের জবাব চাইছেন।
রামাল্লার কাছে তুরমুস আইয়ায় জায়তুন ও বাদাম বাগানের মাঝে আজানের ধ্বনি ভেসে আসে। কিন্তু গত ৬ এপ্রিল সন্ধ্যায় সেই... বিস্তারিত