১১ নারীকে ধর্ষণের অভিযোগ উইন্ডিজ ক্রিকেটারের বিরুদ্ধে

১ সপ্তাহে আগে
রোমাঞ্চকর সমাপ্তির অপেক্ষায় অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজ টেস্ট। লড়াইয়ে খানিকটা এগিয়ে উইন্ডিজ, তবে দুই দলের জন্যই আছে জয়ের সুযোগ। রোমাঞ্চকর এই ম্যাচের মাঠের উত্তেজনাকে ছাপিয়ে হুট করেই আলোচনায় উইন্ডিজ দলের জন্য বিব্রতকর একটি বিষয়।

ওয়েস্ট ইন্ডিজের এক তারকা ক্রিকেটের বিরুদ্ধে উঠেছে অপ্রাপ্তবয়স্কসহ ১১ নারীকে ধর্ষণের অভিযোগ। স্থানীয় এক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে উইন্ডিজের চলমান টেস্টের দলেও রয়েছেন এই ক্রিকেটার। তবে এখন পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো অভিযোগ করা হয়নি বলেও জানিয়েছে গণমাধ্যমটি।

 

গায়ানার কেডিটর স্পোর্টস নামে গণমাধ্যমে দাবি করা হয়েছে, ‘এক অপ্রাপ্তবয়স্কসহ ১১ জন নারী ওই তারকা ক্রিকেটারের লালসার শিকার হয়েছেন। কাউকে ধর্ষণ, কাউকে যৌন হেনস্তা-লাগাতার নির্যাতন চালিয়ে গিয়েছেন ওই তারকা ক্রিকেটার। শুধু তাই নয়, নিজের কুকীর্তি ধামাচাপা দিতেও অনেক চেষ্টা করেছেন ওই তারকা ক্রিকেটার।’

 

আরও পড়ুন: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বদলে গেলো পাওয়ার প্লের নিয়ম

 

তবে কোন ক্রিকেটার এই অপরাধ করেছেন, সেটি প্রতিবেদনে প্রকাশ করা হয়নি। তবে এতটুকু জানা গেছে যে গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে উইন্ডিজের ঐতিহাসিক গ্যাবা টেস্ট জয়ের সদস্য ছিলেন তিনি। অজি সফর থেকে গায়ানায় ফেরার পর তাকে বীরের সংবর্ধনাও দেয়া হয়েছিল। আর চলমান সিরিজের দলেও আছেন তিনি।

 

তবে ধর্ষণের এসব ঘটনা এখনকার নয়। গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, এসব অভিযোগ দুই বছর আগের। তখন অভিযোগকারীদের মধ্যে একজন আইনজীবীর পরামর্শ নিয়েছিলেন। কিন্তু সরাসরি আইনি পথে অভিযোগ দায়ের হয়নি ওই ক্রিকেটারের বিরুদ্ধে। নতুন করে বিষয়টি প্রকাশ্যে আসার পরে শুরু হয়েছে বিতর্ক। আনুষ্ঠানিক কোনো অভিযোগ না ওঠায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। 

]]>
সম্পূর্ণ পড়ুন