১০ হাজার রুপির বাজিতে ৫ বোতল মদপান, যুবকের মৃত্যু

২০ ঘন্টা আগে
পানি না মিশিয়ে পাঁচ বোতল মদপানের বাজি হয় বন্ধুদের সঙ্গে। বিনিময়ে ১০ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১৪ হাজার) দেবেন পাঁচ বন্ধু। বাজির শর্ত অনুযায়ী সবগুলো বোতলের মদপান শেষ করতে পারলেও অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ২১ বছর বয়সি যুবক।

বৃহস্পতিবার (১ মে) সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটকে। ভুক্তভোগী যুবকের নাম কার্তিক।

 

প্রতিবেদনে বলা হয়, ভেঙ্কট রেড্ডি, সুব্রামণিসহ আরও তিন বন্ধুকে কার্তিক জানান, পানি না মিশিয়ে পাঁচ বোতল মদপান করবেন। বিনিময়ে বন্ধুরা তাকে ১০ হাজার রুপির দেয়ার ঘোষণা দেন।

 

বাজির শর্ত অনুযায়ী কার্তিক পাঁচ বোতল মদপান করে ফেলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে কোলার জেলার মুলবাগলের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধানী অবস্থায় তিনি মারা যান।

 

আরও পড়ুন: ভারতে নামাজের জন্য বাস থামিয়ে বেকায়দায় চালক!

 

এনডিটিভি বলছে, এক বছর আগে কার্তিক বিবাহবন্ধনে আবদ্ধ হন। মাত্র আট দিন আগে তার স্ত্রী একটি সন্তানের জন্ম দিয়েছেন।

 

মৃত্যুর ঘটনায় ছয়জনের বিরুদ্ধে নাঙ্গালি থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। এরইমধ্যে ভেঙ্কট রেড্ডি ও সুব্রামণিকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে খুঁজছে পুলিশ।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতি বছর প্রায় ২৬ লাখ মানুষের মৃত্যু হয় মদ্যপানের কারণে’ যা বিশ্বব্যাপী মৃত্যুর ৪ দশমিক ৭ শতাংশ।

 

আরও পড়ুন: এবার পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত, সতর্ক ইসলামাবাদ

 

প্রতিবেদন মতে, মাথাপিছু অ্যালকোহল পানের পরিমাণ সবচেয়ে বেশি ইউরোপের দেশগুলোতে; যা গড়ে ৯ দশমিক ২ লিটার। এরপরই রয়েছে আমেরিকার দেশগুলো; গড়ে ৭ দশমিক ৫ লিটার। সবচেয়ে কম অ্যালকোহল পান করা হয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার দেশগুলোতে।

]]>
সম্পূর্ণ পড়ুন