১০ দিনের জন্য ভারতীয় কোচকে নিয়োগ দিল শ্রীলঙ্কা

৩ দিন আগে
জুন-জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে ১০ দিনের জন্য নতুন ফিল্ডিং কোচ পেলো শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। পূর্ণাঙ্গ সিরিজের আগে লঙ্কানদের বিশেষ কন্ডিশনিং ক্যাম্প পরিচালনা করবেন ভারতের রামাকৃষ্ণা শ্রীধর।

৮ বছর পর বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে শ্রীলঙ্কা। তার আগে হবে কন্ডিশনিং ক্যাম্প। তবে জাতীয় দলের পাশাপাশি একই সময়ে শ্রীলঙ্কা 'এ' দল, নারী ক্রিকেট দল, ইমার্জিং দলের পাশাপাশি ম্যাচ আছে অনূর্ধ্ব-১৯ দলেরও। তাইতো ১০ দিনের জন্য নিয়োগ পেলন 'আর শ্রীধর'।


আরও পড়ুন: গম্ভীরের মতে, পাকিস্তানের বিপক্ষে খেলাই উচিত নয় 
 



বিসিসিআইয়ের লেভেল থ্রি কোর্স সম্পন্ন করা শ্রীধর, ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত কাজ করেছেন টিম ইন্ডিয়ার জাতীয় দলে। তবে এবারই প্রথম নয়। এর আগেও সল্প সময়ে বিশেষ কন্ডিশনিং ক্যাম্পের জন্য আনা হয়েছিলো অভিজ্ঞ কোচদের। লঙ্কান জাতীয় দলের সঙ্গে খন্ডকালীন কাজ করেছেন জুবিন ভারুচা, ওয়াসিম আকরাম কিংবা জন্টি রোডসের মতো কিংবদন্তিরা।


শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের মতে, শ্রীধর তার কার্যক্রম শুরু করবেন শ্রীলঙ্কা জাতীয় পুরুষ দলের সঙ্গে এবং পরে অন্যান্য স্কোয়াডের সঙ্গে কাজ করবেন। যেখানে তিনি ফিল্ডিং ড্রিল, দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ এবং ম্যাচ পরিস্থিতির অনুকরণে প্রশিক্ষণ পরিচালনা করবেন।

]]>
সম্পূর্ণ পড়ুন