১০ ক্রিকেটার নিয়ে সিলেটে শুরু হলো টাইগারদের অনুশীলন ক্যাম্প

৬ দিন আগে
আগামী সপ্তাহে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে ২০ এপ্রিল, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। এ ম্যাচ উপলক্ষ্যে সাড়ে ৪ মাসের বিরতি শেষে লাল বলের ক্রিকেটে প্রস্তুতি শুরু করলো টাইগাররা। শনিবার রাতে ম্যাচ ভেন্যুতে পৌঁছানোর পর রোববার (১৩ এপ্রিল) সকালেই অনুশীলনে নেমে যায় নাজমুল হোসেন শান্তর দল।

ডিপিএলের কারণে প্রথমদিনের অনুশীলনে গোটা দলকে পাননি কোচ ফিল সিমন্স। তাই একাংশকে নিয়েই লঙ্গার ভার্সনের প্রস্তুতি শুরু করলো বাংলাদেশ। প্রথম দিনে ম্যাচ ভেন্যুতে পৌঁছে আগে উইকেট পর্যবেক্ষণ করে ক্রিকেটাররা। এই সিরিজ দিয়ে লাল-সবুজের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে যাচ্ছেন নবনিযুক্ত ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। 

 

এদিকে ঘরের মাঠে টেস্ট সিরিজের সাম্প্রতিক অভিজ্ঞতা ভালো না বাংলাদেশের। স্বাগতিক হিসেবে সবশেষ ৭ টেস্টের ৬ টাতেই হেরেছে শান্তর দল। 

 

আরও পড়ুন: শাস্তি আরও বাড়ল হৃদয়ের

 

ওয়েস্ট ইন্ডিজ সফরের পাঁচ মাস পেরিয়ে গেছে, দীর্ঘদিন পর লাল বলের ক্রিকেটে ফিরছেন নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হকরা। আগে থেকেই ভাবনা ছিলো, সিলেটে দিন দশেকের অনুশীলন ক্যাম্প করবে টাইগাররা। তবে ডিপিএলের কারণে ১০ দিন অনুশীলন ক্যাম্প করার সুযোগ না পেলেও সপ্তাহখানেকের প্রস্তুতি নেয়ার সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা।

 

অধিনায়ক শান্তর সঙ্গে মুশফিকুর রহিম, মুমিনুল হক, নাহিদ রানা, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকির হাসান এবং হাসান মাহমুদ ছিলেন প্রথম দিনের অনুশীলনে। ডিপিএলের গ্রুপ পর্বের শেষ রাউন্ডের দ্বিতীয় দিনের খেলা শেষে ক্যাম্পে যোগ দেবেন বাকি ৫ ক্রিকেটার। 

 

আরও পড়ুন: পিএসএলে না খেলার আক্ষেপ নিয়ে দেশে ফিরে যা বললেন লিটন

 

বাঁকি যে পাঁচ ক্রিকেটার অনুশীলন ক্যাম্পে অংশ নেবেন তারা হলেন- লিজেন্ডস অব ‍রূপগঞ্জের মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের সাদমান ইসলাম ও নাঈম হাসান। কোচিং স্টাফদের মধ্যে প্রধান কোচ ফিল সিমন্স, সিনিয়র কোচিং স্টাফ মোহাম্মদ সালাহউদ্দিন এবং পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস। 

 

ক’দিন আগেই টাইগারদের ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জেমস প্যামেন্ট। অনুশীলনের প্রথম দিনেই তিনি যোগ দিয়েছেন দলের সঙ্গে। 

 

মঙ্গলবার (১৫ এপ্রিল) বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ এপ্রিল। ২৮ এপ্রিল দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।

]]>
সম্পূর্ণ পড়ুন