আগামী ২ জুলাই এজবাস্টনে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে। তার আগে শনিবার (২৮ জুন) স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। এজবাস্টন টেস্টের স্কোয়াডে বড় চমক জোফরা আর্চারের নাম।
এই টেস্ট দিয়ে দীর্ঘ ৪ বছর পর ইংল্যান্ডের জার্সিতে লাল বলের ক্রিকেটে ফিরছেন বার্বাডোজে জন্ম নেয়া এই ফাস্ট বোলার। দিনের হিসেবে ১,৫৮৪ দিন পর টেস্ট স্কোয়াডে ফিরলেন এই ৩০ বছর বয়সী।
আরও পড়ুন: মিরাজকে ওয়ানডে অধিনায়ক করার আগেই জানানো হয়েছিল শান্তকে: বিসিবি
২০২১ সালের ফেব্রুয়ারিতে আহমেদাবাদে ভারতের বিপক্ষে শেষবার টেস্ট খেলেছিলেন আর্চার। একের পর এক ইনজুরির কারণে ২০১৯ সালে অভিষেকের পর থেকে আশানুরূপ পরিমান ম্যাচ খেলতে পারেননি তিনি। এই দীর্ঘ সময়ে মাত্র ১৩টি টেস্ট, ৩১টি ওয়ানডে ও ৩৪টি টি-টোয়েন্টি খেলেছেন আর্চার।
গত রোববার (২২ জুন) কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্সের হয়ে ডারহামের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল বলের ক্রিকেটে ফিরেছেন আর্চার। এরপরই ডাক পেলেন টেস্ট দলে।
এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের স্কোয়াড: বেন স্টোকস (অধিনায়ক), হ্যারি ব্রুক, শোয়াইব বশির, বেন ডাকেট, জেমি স্মিথ, জোফরা আর্চার, জ্যাক ক্রাওলি, ক্রিস ওকস, জ্যাকব বেথেল, ওলি পোপ, ব্রেয়ডন কার্স, স্যাম কুক, জো রুট, জশ টাং ও জেমি ওভারটন।