বৃহস্পতিবার (৩১ জুলাই) খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
গ্রেফতাররা হলেন- খুলনার বটিয়াঘাটা উপজেলার নিজগ্রামের শাহেদ হোসেন (৩৩) ও চট্টগ্রামের ফটিকছড়ির রায়পুর এলাকার জনি চৌধুরী (৪১)।
শাহেদ বর্তমানে নগরীর গগন বাবু রোডে ভাড়া বাসায় বসবাস করেন এবং জনি থাকেন খালিশপুরের ওয়্যারলেস ক্রস রোড এলাকায়।
আরও পড়ুন: আওয়ামী লীগ নেতাকে ধরতে যাওয়া পুলিশ সদস্যকে বটি দিয়ে কোপ, আটক ২
ডিবি পুলিশের অভিযানে তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি ও একটি স্টেইনলেস স্টিলের হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে।
কেএমপি জানায়, তারা এসব সরঞ্জাম ব্যবহার করে নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিতো এবং খুলনা শহর ও আশপাশের এলাকায় সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করতো।
আরও পড়ুন: আ.লীগ নেতাদের ডিম নিক্ষেপ করতে এসে পুলিশ হেফাজতে ছাত্রদল নেতা
এ ঘটনায় খুলনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে আরও তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।