এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আগের ম্যাচে উইকেটশূন্য থাকা মোস্তাফিজুর রহমানকে এ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। তার বদলি হিসেবে খেলছেন তানজিম হাসান সাকিব।
ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সবশেষ টানা চতুর্থ সিরিজ জিতলো বাংলাদেশ। এশিয়া কাপে যাওয়ার আগে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতে টাইগাররা। অন্যদিকে টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় সিরিজ জয়।
আরও পড়ুন: সরে দাঁড়ালেন ফুয়াদ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন বুলবুল ও ফাহিম
এর আগে ২০১৮ সালে হায়দারাবাদে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানদের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এরপর ২০২২ সালে দুই ম্যাচের সিরিজ ড্র হয় ১-১ ব্যবধানে। সবশেষ ২০২৩ সালে ২-০ ব্যবধানে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশ।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি বাংলাদেশ জিতে ৪ উইকেটে। দ্বিতীয় ম্যাচে ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই তানজিদ হাসান তামিমের উইকেট হারায় বাংলাদেশ। পারভেজ হোসেন ইমনও এদিন টিকতে পারেননি বেশিক্ষণ। দুজনকেই আউট করেন আজমতউল্লাহ ওমরজাই।
আরও পড়ুন: ভোটাধিকার ফেরত পেলো সেই ১৫ ক্লাব, নির্বাচন করবেন মিঠু
শেষ দিকে জয়ের জন্য যখন দরকার মাত্র ১৯ রান, তখন অষ্টম উইকেট হারায় বাংলাদেশ। ২ ওভার বাকি থাকতে তখন উইকেটে আসেন শরিফুল ইসলাম। ১৯তম ওভারেই জয়ের রাস্তাটা সহজ করে দেন বাঁহাতি এই ব্যাটার। শেষ ওভারে তখন জয়ের জন্য দরকার মাত্র ২ রান। আজমতউল্লাহ’র প্রথম বলেই বাউন্ডারি হাঁকান শরিফুল ইসলাম, আর তাতেই ২ উইকেটের জয়ে সিরিজ নিশ্চিত করে টাইগাররা।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক (অধিনায়ক এবং উইকেটরক্ষক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
]]>