হোয়াইটওয়াশের মিশনে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

৫ দিন আগে
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ জিতলেই টাইগারদের কাছে হোয়াইটওয়াশের স্বাদ পাবে আফগানিস্তান। অন্যদিকে আফগানদের জন্য এটি হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচ। গুরুত্বপূর্ণ ম্যাচে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আগের ম্যাচে উইকেটশূন্য থাকা মোস্তাফিজুর রহমানকে এ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। তার বদলি হিসেবে খেলছেন তানজিম হাসান সাকিব।

 

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সবশেষ টানা চতুর্থ সিরিজ জিতলো বাংলাদেশ। এশিয়া কাপে যাওয়ার আগে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতে টাইগাররা। অন্যদিকে টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় সিরিজ জয়। 

 

আরও পড়ুন: সরে দাঁড়ালেন ফুয়াদ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন বুলবুল ও ফাহিম

 

এর আগে ২০১৮ সালে হায়দারাবাদে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানদের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এরপর ২০২২ সালে দুই ম্যাচের সিরিজ ড্র হয় ১-১ ব্যবধানে। সবশেষ ২০২৩ সালে ২-০ ব্যবধানে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশ। 

 

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি বাংলাদেশ জিতে ৪ উইকেটে। দ্বিতীয় ম্যাচে ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই তানজিদ হাসান তামিমের উইকেট হারায় বাংলাদেশ। পারভেজ হোসেন ইমনও এদিন টিকতে পারেননি বেশিক্ষণ। দুজনকেই আউট করেন আজমতউল্লাহ ওমরজাই। 

 

আরও পড়ুন: ভোটাধিকার ফেরত পেলো সেই ১৫ ক্লাব, নির্বাচন করবেন মিঠু

 

শেষ দিকে জয়ের জন্য যখন দরকার মাত্র ১৯ রান, তখন অষ্টম উইকেট হারায় বাংলাদেশ। ২ ওভার বাকি থাকতে তখন উইকেটে আসেন শরিফুল ইসলাম। ১৯তম ওভারেই জয়ের রাস্তাটা সহজ করে দেন বাঁহাতি এই ব্যাটার। শেষ ওভারে তখন জয়ের জন্য দরকার মাত্র ২ রান। আজমতউল্লাহ’র প্রথম বলেই বাউন্ডারি হাঁকান শরিফুল ইসলাম, আর তাতেই ২ উইকেটের জয়ে সিরিজ নিশ্চিত করে টাইগাররা।

 

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক (অধিনায়ক এবং উইকেটরক্ষক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

 

]]>
সম্পূর্ণ পড়ুন