বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প জানান- ইরানের কর্মকর্তারা ‘হোয়াইট হাউসে আসতে পারেন’। তবে এটি কঠিন হবে।
এই সংঘাত ‘কতদিন’ চলবে নিশ্চিত নন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে।
এদিকে, আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের জাতিসংঘ মিশন এক্স (সাবেক টুইটার) পোস্টে লিখেছে— ইরানের কোনো কর্মকর্তা কখনো হোয়াইট হাউসের দরজায় গিয়ে মাথা নত করেনি। ট্রাম্পের মিথ্যাচারের চেয়েও জঘন্য হচ্ছে তার কাপুরুষোচিত হুমকি, যেখানে তিনি ইরানের সর্বোচ্চ নেতাকে ‘নিষ্ক্রিয়’ করার কথা বলেন।
আরও পড়ুন: ইরানে হামলা নিয়ে প্রশ্নে যে উত্তর দিলেন ট্রাম্প
ইরান কখনো জোরজবরদস্তির মুখে আলোচনা করে না, কখনো জবরদস্তির মাধ্যমে শান্তি মেনে নেয় না এবং অবশ্যই যুদ্ধবাজদের সঙ্গে নয়।
এদিকে, ইসরাইলি আগ্রাসনের মধ্যে জাতির উদ্দেশে বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বলেছেন, চাপিয়ে দেয়া যুদ্ধের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়বে তার দেশ। কারও কাছে আত্মসমর্পণ করবে না। ইরানি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।
]]>