হেরমান-ফন ডুসেন ঝড়ে জিম্বাবুয়েকে হারাল দ. আফ্রিকা

৪ সপ্তাহ আগে
ত্রিদেশীয় সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে হারলেও এবার জয়ের ধারায় ফিরল দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক রাসি ফন ডার ডুসেন ও রুবিন হেরমানের অর্ধশতকে সহজ জয় পেয়েছে প্রোটিয়ারা।

রোববার (২০ জুলাই) হারারেতে জিম্বাবুয়েকে ৭ উইকেট ও ১৬ বল হাতে রেখে জিতেছে দক্ষিণ আফ্রিকা। এদিন টস জিতে জিম্বাবুয়েকে আগে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা।


ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ব্রায়ান বেনেটের ঝড়ো অর্ধশতকে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৪ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।


জবাব দিতে নেমে ১৭.২ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হয়ে অর্ধশতক করেন অধিনায়ক ফন ডুসেন ও হেরমান।


আরও পড়ুন: পাকিস্তান সিরিজে ইতিবাচক দর্শক প্রতিক্রিয়া, বিসিবির উদ্যোগে সাড়া


অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা অবশ্য ভালো হয়নি। দ্বিতীয় ওভারে লুহান-দ্রে প্রেটোরিয়াস ৪ রান করে মাপোসার শিকারে পরিণত হন, দলের স্কোর তখন মাত্র ৬ রান।


২২ রানের মাথায় আরেক ওপেনার রিজা হেনড্রিকসও বিদায় নেন। ১৩ বলে ৬ রান করে মাপোসার দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি।


তবে, তৃতীয় উইকেট জুটিতে ফন ডুসেন ও হেরমান মাত্র ৬৮ বলে ১০৬ রান যোগ করেন। এই জুটিতেই জয় প্রায় নিশ্চিত হয়ে যায় প্রোটিয়াদের।


জয় থেকে মাত্র ১৭ রান দূরে থাকতে হেরমান এনগারাভার শিকারে পরিণত হন। আউট হওয়ার আগে এই উইকেটকিপার ৪১ বলে ৬ চারে ৫২ রান করেন।


বাকি কাজটা অধিনায়ক ফন ডুসেন ও দেভাল্ড ব্রেভিস মিলে সারেন। ফন ডুসেন মাত্র ৩৬ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৬৩ রানে অপরাজিত থাকেন। ব্রেভিস ৭ বলে ১৩ রান করে তাকে সঙ্গ দেন।  


আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফিতে চোট নিয়ে খেলেছেন রোহিত


মাপোসা ৪ ওভারে ৩৮ রানে ২ উইকেট শিকার করেন। এনগারাভা ৪ ওভারে ২১ রান দিয়ে বাকি উইকেটটি নেন।


এর আগে টস হেরে ব্যাট করতে নেমে খুব বেশি হাত খুলে খেলতে পারেনি জিম্বাবুয়ে। মাত্র ৩জন ব্যাটার দুই অঙ্কের রান করতে পেরেছেন। ওপেনার ওয়েসলি মাধেভেরে ১৩ রান করে বিদায় নেন।


জিম্বাবুয়েকে লড়াই করার মতো পুঁজি এনে দেন বেনেট। মাত্র ৪৩ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬১ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া ৩১ বলে ২ চার ও ১ ছক্কায় ৩৬ রান করেন রায়ান বার্ল।


প্রোটিয়াদের পক্ষে করবিন বশ্চ ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। বাকিদের মধ্যে নান্দ্রে বার্গার, লুঙ্গি এনগিডি ও এনকাবায়োমজি পিটার একটি করে উইকেট শিকার করেন। 

]]>
সম্পূর্ণ পড়ুন