হেডিংলি টেস্টে জোড়া সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় পন্ত

১ সপ্তাহে আগে
হেডিংলি টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে বড় লিডের পথে এগোচ্ছে ভারত। সফরকারীদের বড় সংগ্রহের দিকে এগোনোর পখে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন রিশভ পন্ত। প্রথম ইনিংসে ১৩৪ রানের পর দ্বিতীয় ইনিংসে করেছেন ১১৮ রান। আর তাতেই অনন্য এক কীর্তি গড়েছেন বাঁহাতি এই ব্যাটার।

সেঞ্চুরি থেকে পন্ত তখন ৫ রান দূরে, আর এই ৫ রান করতে তিনি খেলেছেন ২২ বল। এরপর ইংল্যান্ডের স্পিনার শোয়েব বশিরের বলে এক রান নিয়ে সেঞ্চুরি পূরণ করেন পন্ত। তবে এবার আর আগের ইনিংসের মতো ডিগবাজি দিয়ে উদযাপন করেননি। 

 

আরও পড়ুন: অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির নামকরণ নিয়ে ক্ষুব্ধ গাভাস্কার

 

ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলিতে আজ (২৩ জুন) টেস্টের চতুর্থ দিনে অনন্য এক কীর্তিই গড়ে ফেললেন পন্ত। দুই ইনিংসেই সেঞ্চুরি করা অষ্টম ভারতীয় ব্যাটসম্যান তিনি, বিদেশের মাটিতে পঞ্চম। এক ম্যাচে দুই ইনিংসেই সেঞ্চুরি ভারতের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি আছে সুনীল গাভাস্কারের (৩), দুবার আছে রাহুল দ্রাবিড়েও। একবার করে এমন কীর্তি আছে বিজয় হাজারে, আজিঙ্কা রাহানে, বিরাট কোহলি ও রোহিত শর্মার। 

 

পন্তের সৌজন্যে ইংল্যান্ডে ভারতের কোনো ব্যাটসম্যান এই প্রথম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন। তবে ভারতের একটা জায়গায় সব ভারতীয়ের চেয়ে আলাদা পন্ত। এমনকি পুরো ক্রিকেট ইতিহাসেই তার আগে এমন অর্জন ছিল আর একজনের। 

 

আরও পড়ুন: ‘পন্তকে ওর মতো খেলতে দাও’, গম্ভীরকে সাবেক ইংলিশ তারকার পরামর্শ

 

উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে এত দিন দুই ইনিংসেই সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার ছিলেন জিম্বাবুয়ে কিংবদন্তি অ্যান্ডি ফ্লাওয়ার। ২০০১ সালে হারারেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ইনিংসে ১৪২ ও অপরাজিত ১৯৯ রান করেছিলেন। এবার তার পাশে বসলেন পন্ত। 

 

হেডিংলি টেস্টে দুই ইনিংস মিলিয়ে এখন পর্যন্ত মোট পাঁচটি সেঞ্চুরি দেখেছে ভারত। এর আগে দেশটির ইতিহাসে কখনো এমন কিছু দেখা যায়নি। পন্ত ছাড়াও সেঞ্চুরি করেছেন যশস্বী জয়সোয়াল, লোকেশ রাহুল ও শুভমান গিল।

]]>
সম্পূর্ণ পড়ুন