হুমায়ূন আহমেদের ‘নির্বাসন’ উপন্যাস নিয়ে পাঠচক্র

১ দিন আগে
‘নির্বাসন’ সকাল থেকে রাত পর্যন্ত একটিমাত্র দিনের গল্প। দিনটি গল্পের নায়িকা জরীর বিয়ের দিন। একদিকে হইহুল্লোড়, চেঁচামেচি আর রং মাখামাখিতে সবাই ব্যস্ত, অন্যদিকে আনিস তার ঘরে শুয়ে ব্যথায় কাতরাচ্ছে। এমন এক আনন্দময় করুণ দিনের গল্প বলেছেন হুমায়ূন আহমেদ তাঁর এ উপন্যাসে।
সম্পূর্ণ পড়ুন