ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ইয়েমেন থেকে নতুন ক্ষেপণাস্ত্র হামলার ফলে তেল আবিব, আল-কুদস এবং উত্তর পশ্চিম তীরসহ ইসরাইলজুড়ে সাইরেন বেজে ওঠে।
ইসরাইলের সেনাবাহিনী বলেছে, ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা রোববার ইসরাইল ভূখণ্ড লক্ষ্য করে অন্তত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রে বাধা দেয়ার চেষ্টা করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিরোধ করা সম্ভব হয়েছে কি না, সেই বিষয়ে তদন্ত চলমান রয়েছে।
আরও পড়ুন: ‘গণহত্যার সবচেয়ে জঘন্য ধরন’: গাজার হাসপাতালে হামলার নিন্দা ফিলিস্তিনের
এক বিবৃতি হুতি জানিয়েছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনী দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে একটি নির্দিষ্ট সামরিক অভিযান পরিচালনা করেছে। যার মধ্যে একটি হাইপারসনিক প্যালেস্টাইন ২ ক্ষেপণাস্ত্র ছিল, যা ইসরাইলের আশদোদের পূর্ব অংশে সোদেত মিচা ঘাঁটি লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল। অন্য ক্ষেপণাস্ত্রটি ইসরাইলের ইয়াফা অঞ্চলের বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল।
এদিকে ইয়েমেনে মার্কিন বিমান হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১৩ জন।
স্থানীয় সময় রোববার দেশটির তিনটি প্রদেশে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। এক বিবৃতিতে হুতি বিদ্রোহীরা জানায়, সানা, সাদা ও হুদেইদাহ'র বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বোমা ফেলা হয়।
আরও পড়ুন: কাতারের পথে মিশরের প্রেসিডেন্ট সিসি
লোহিত সাগরে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে গেল ১৫ মার্চ থেকে হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত শহরে বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। চলমান হামলায় বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। জবাবে মার্কিন জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে বিদ্রোহী গোষ্ঠীটি।
]]>