বৃহস্পতিবার ভোরে হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলার এর ৭নং সাব পিলার সংলগ্ন স্টেশনের পাশের এলাকা থেকে মাদকদ্রব্যগুলি উদ্ধার করে বিজিবি। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবির হিলি সিপি বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার অসীম কুমার মারাক বলেন, ‘ভারত থেকে মাদকের একটি চালান নিয়ে চোরাকারবারী দল দেশে প্রবেশ করবে এমন খবরে আমিসহ বিজিবির একটি টহল দল সীমান্তের ওই এলাকায় অবস্থান নেই। ভোরে ভারত থেকে এক চোরাকারবারী একটি বস্তা নিয়ে দেশে প্রবেশ করার চেষ্টা করে। এসময় বিজিবির কাছাকাছি চলে এলে আমাদের উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে ফের ভারতে পালিয়ে যায়।’
আরও পড়ুন: নারায়ণগঞ্জে হরিজন কলোনিতে যৌথবাহিনীর অভিযান, মাদক-অস্ত্রসহ আটক ২
পরিত্যক্ত অবস্থায় বস্তার ভেতর থেকে ফেনসিডিল ৬৫ বোতল, নেশাজাতীয় এম্পোল ৯৮৫পিস, ট্যাপেন্ডাডল ট্যাবলেট ৮ হাজার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলির সিজার মূল্য ১৩ লাখ ৭৬ হাজার ৫৬০ টাকা।