সোমবার (২২ ডিসেম্বর) রাতে দেয়া নিয়মিত আবহাওয়া বার্তায় এমন তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ সময় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
পরবর্তী কয়েকদিন এমন অবস্থাই থাকতে পারে এবং তাপমাত্রা কমতে পারে।
এদিকে রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় সন্ধ্যার পর শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও বাতাসের চলাচল ও আর্দ্রতার কারণে শীতের অনুভূতি আরও বেড়েছে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও আশপাশের এলাকায় সন্ধ্যা থেকে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হচ্ছে।
আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ২০ ডিসেম্বর তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস।
দেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
কুয়াশার জন্য সতর্কতা
রাতে নদীবন্দরের জন্য সতর্কবার্তায় জানানো হয়, সোমবার দিবাগত রাত (২৩ ডিসেম্বর) ২টা থেকে পরবর্তী ৮ ঘণ্টার মধ্যে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ২০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌ-যানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না।
]]>

৩ সপ্তাহ আগে
৩








Bengali (BD) ·
English (US) ·