হিজড়া, শহীদ পরিবার ও গাজায় ঈদ আনন্দ পৌঁছে দিলো হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি

৩ সপ্তাহ আগে
ঈদুল আজহার মূল শিক্ষাই হলো ত্যাগ, সহানুভূতি ও মানবতার প্রতি দায়িত্ববোধ। এই মহতী চেতনা ধারণ করে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ এ বছর ঈদুল আজহায় যে মানবিক কর্মকাণ্ড পরিচালনা করেছে, তা দেশের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা পর্যন্ত।

তিন দিনের ব্যস্ত ও নিবেদিত প্রচেষ্টায় সংস্থাটি মোট ১০১টি কোরবানি সম্পন্ন করেছে। এর মধ্যে ১০টি কোরবানি মধ্য গাজায় এবং ৭টি পশু মিশরের রাফাহ সীমান্ত হয়ে ফিলিস্তিনি শরণার্থীদের মধ্যে বিতরণ করা হয়। বাংলাদেশেও সংস্থাটির তৎপরতা বিস্তৃত হয়েছে দেশের বিভিন্ন দুর্গম ও পিছিয়ে পড়া এলাকায়— কুড়িগ্রাম, ময়মনসিংহ, পটুয়াখালী, বান্দরবান, নীলফামারী, সিরাজগঞ্জসহ আরও অনেক অঞ্চলে।


এবার বিশেষ দৃষ্টি দেয়া হয় সমাজের অবহেলিত হিজড়া সম্প্রদায় এবং জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর প্রতি। শুধু কোরবানির গোশত নয়, তাদের হাতে পৌঁছে দেয়া হয় ঈদ সামগ্রী, নতুন পোশাক, শুকনো খাবার ও শিশুদের জন্য উপহারসামগ্রী। এটি কেবল সাহায্য নয়— এক নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক।


সংস্থাটির মহাপরিচালক মুহাম্মদ রাজ জানান, হাফেজ্জী সোসাইটি তাদের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি কোরবানির স্থান, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম ও যোগাযোগ নম্বর আগেই প্রকাশ করে। ফলে দাতারা সরাসরি যোগাযোগ করে তাদের কোরবানির অংশের তথ্য, ছবি ও ভিডিও সংগ্রহ করতে পারেন।


আরও পড়ুন: ফিলিস্তিনের গাজায় ধারাবাহিক সহায়তা করে যাচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল


এই পুরো কর্মকাণ্ড পরিচালিত হয়েছে দেশের শীর্ষস্থানীয় ও বিশ্বস্ত আলেমদের তত্ত্বাবধানে— মুফতি মাহফুজুল হক, চরমোনাই পীর মুফতি রেজাউল করিম, ঢালকা নগরের মুফতি জাফর আহমেদ ও ড. মুফতি এনায়েতুল্লাহ আব্বাসীর নেতৃত্বে।


হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ একটি সরকার-নিবন্ধিত সেবামূলক সংস্থা। এই সংস্থা প্রতি বছর দেশের স্বনামধন্য অডিট ফার্মের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করতে DVC কোড অনুসারে তাদের অডিট রিপোর্ট সম্পন্ন করে। যে কোনো পেশাদার কাজের জন্য DVC খুবই গুরুত্বপূর্ণ এবং এটি নির্ভরযোগ্য এবং নিরাপদ একটি প্রক্রিয়া! ২০২৪-২৫ সালের অডিট রিপোর্ট তারা আগামী কিছুদিনের মধ্যে তাদের শুভানুধ্যায়ী ও সদস্যদের মাঝে প্রকাশ করবে।


গাজা ধারাবাহিকভাবে মানবিকতার হাত বাড়িয়ে দেয়া হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি আবারও প্রমাণ করেছে— ত্যাগ তখনই মহিমান্বিত হয়, যখন তা সীমানা পেরিয়ে ছুঁয়ে যায় অবহেলিত হাতগুলোকে।

]]>
সম্পূর্ণ পড়ুন