চীনের আনহুই প্রদেশের হফেই শহরের এক প্রযুক্তি কোম্পানি তৈরি করেছে এক অভিনব রোবট ব্যান্ড। আগামী বৃহস্পতিবার বেইজিংয়ে অনুষ্ঠিতব্য বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমস–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমবারের মতো দর্শকের সামনে পরিবেশনা তুলে ধরবে রোবটটি দলটি। প্রযুক্তি ও শিল্পের এই অসাধারণ মিশ্রণে থাকবে পাঁচ রোবট শিল্পী— কীবোর্ড, লিড গিটার, ড্রাম ও বেইস, এবং রিদম গিটার বাদক—সবাই রোবট।
রোবটদের নেই... বিস্তারিত