হায়দরাবাদের টিম হোটেলে আগুন

৪ দিন আগে
টানা ৪ হারের পর সর্বশেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ২৪৬ রান তাড়া করে জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। জয়ের ধারায় ফিরে আত্মবিশ্বাস খুঁজে পেলেও একদিন পরই অনাকাঙ্ক্ষিত এক ঘটনার মুখোমুখি হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

হায়দরাবাদে যে হোটেলে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ দল, আজ (১৪ এপ্রিল) সকালে সেই হোটেলে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার পরই পুরো হোটেলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ক্রিকেটাররাও আছেন বেশ নিরাপদে।    

 

এবারের আসরের শুরু থেকে হায়দরাবাদের বানজারা হিলসের একটি হোটেলে আছেন হায়দরাবাদের ক্রিকেটাররা। আজ সকালে হোটেলটির দোতলার লবি এলাকা থেকে আগুন লাগে। দ্রুতই সেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে। হোটেলের স্পা এলাকাতেও আগুন লাগে। বানজারা হিলসের ফায়ার সার্ভিসের এক কর্মী জানান, ইলেকট্রিকের তার থেকে কোনও ভাবে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে।  

 

জানা গেছে, হোটেলের এক কর্মী আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বাকিদের জানান এবং ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। পুরো হোটেল ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেলেও কেউ আহত হননি।

 

আরও পড়ুন: আফগান নারী ক্রিকেটারদের পাশে দাঁড়ালো আইসিসি

 

হায়দরাবাদের ক্রিকেটাররা ছিলেন হোটেলের ছয় তলায়। আগুন লাগার খবর জানার পরই তাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। হোটেলের বাকি অতিথিরাও দ্রুত বের হয়ে যান। আগুন নিভে যাওয়ার পর সবাইকে আবার ফেরত আনা হয়।

 

আগামী ১৭ এপ্রিল ওয়াংখেড়েতে মুম্বাইয়ের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে হায়দরাবাদ।  
 

]]>
সম্পূর্ণ পড়ুন