রাজিব গান্ধী স্টেডিয়ামে ট্রেন্ট বোল্টের তোপে হায়দরাবাদকে ১৪৩ রানে গুটিয়ে দেওয়া মুম্বাই রান তাড়া করে ৭ উইকেটে জিতেছে, হাতে ছিল ২৪ বল। এটা এবারের মৌসুমে হায়দরাবাদের বিপক্ষে মুম্বাইয়ের দ্বিতীয় জয়। বোল্ট ২৬ রানে নিয়েছেন ৪ উইকেট।
মুম্বাই ওপেনারদ্বয়ের মধ্যে রায়ান রিকেলটনের ব্যর্থতা অব্যাহত থাকলেও আজ বড় রানের দেখা পেয়েছেন রোহিত শর্মা। রিকেলটন ১১ রান করে আউট হওয়ার পর উইল জ্যাকসের সঙ্গে ৬৪ রানের জুটি গড়েন তিনি। জ্যাকস ১৯ বলে ২২ রান করে জিশান আনসারির ওভারে আউট হন।
এরপর সূর্যকুমার যাদবের সঙ্গে রোহিতের ৫৩ রানের জুটি হয়। রোহিত ৪৬ বলে ৭০ রান করে ইশান মালিঙ্গার শিকার হন। অপরাজিত থাকা সূর্যকুমার ১৯ বলে ৫ চার ও ২ ছয়ে ৪০ রান করেন। তিলক বার্মা অপরাজিত থাকেন ২ রান করে।
আরও পড়ুন: লখনৌকে উড়িয়ে টেবিলের দুইয়ে উঠলো দিল্লি
এর আগে ৩৫ রানে ৫ উইকেট হারানো হায়দরাবাদ মোটামুটি সংগ্রহ দাঁড় করায় হেইনরিখ ক্লাসেন ও অভিনব মনোহরের ব্যাটে। ট্রাভিস হেড ০, ইশান কিশান ১, অভিষেক শর্মা ৮, নিতিশ রেড্ডি ২ ও অনিকেত বার্মা ১২ রান করে আউট হওয়ার পরও ক্লাসেন ৪৪ বলে খেলেন ৭১ রানের ইনিংস। জাসপ্রিত বুমরাহর বলে ছক্কা হাঁকাতে গিয়ে সীমানার কাছে তিলকের হাতে ধরা পড়েন তিনি। হিট উইকেট হওয়া অভিনব মনোহর ৩৭ বলে করেন ৪৩। দীপক চাহার ২, বুমরাহ ও হার্দিক পান্ডিয়া একটি করে উইকেট পান।
এ জয়ের ফলে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সাত থেকে এক লাফে টেবিলের তিনে উঠল মুম্বাই। হায়দরাবাদ ৪ পয়েন্ট নিয়ে রয়েছে নিচের দিক থেকে দুই নম্বরে।