বুধবার (২৩ এপ্রিল) উত্তরায় আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণপরিষদের নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে তিনি এ দাবি জানান।
সারজিস বলেন, খুনি হাসিনার দোসররা ফিরে আসার চেষ্টা করছে। অনেকেই খুনি শব্দ মুছে ফেলারও চেষ্টা করছে। তবে হাসিনাকে যারা খুনি হাসিনা হতে সাহায্য করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে।
গণঅভ্যুত্থানের শহীদদের দিকে তাকিয়ে সংস্কারের জন্য কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, দেড় হাজারের বেশি শহীদদের জীবনের বিনিময়ে আমরা আজকের অবস্থায় এসেছি। এ সময়েও যারা নির্বাচন নির্বাচন করে, তাদের চোখ শহীদদের দিকে নয়, ক্ষমতার দিকে।
আরও পড়ুন: যে যেভাবে ইচ্ছা জুলাই বিপ্লবকে তাচ্ছিল্য করছে: হাসনাত
এ সময় জুলাই আন্দোলনের হত্যাকাণ্ডের বিচারের বিপরীতে মামলা বাণিজ্য চলছে বলেও অভিযোগ করেন সারজিস। তিনি বলেন, মামলা বাণিজ্য ১৬ বছরের কালচার।
জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনার বিচারের দাবি জানিয়ে এনসিপি নেতা আরও বলেন, যারা এতবড় গণহত্যা চালিয়েছে, তাদের নির্বাচন করার অধিকার নেই। তারা আগামী নির্বাচনে অংশ নেয়ার স্পর্ধা দেখালে গণঅভ্যুত্থানে অংশ নেয়ারা দাঁড়াবে। আর আগামী নির্বাচনের আগেই খুনি হাসিনার বিচার দেখতে চাই।
আরও পড়ুন: বিএনপিসহ সব দলকে সমঝোতার আহ্বান নাহিদের
এ সময় দলটির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার বলেন, আওয়ামী লীগ এবং আওয়ামী স্টাইলে যারা রাজনীতি করতে চান, তাদের বাংলাদেশে ভবিষ্যৎ নেই। যারা সংস্কার প্রত্যাখ্যান করেছেন, বাংলাদেশের মানুষ তাদের মেনে নেবে না।
গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের দল এনসিপির এ নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করবেন, তাদের পতনে ১৫ মাসও লাগবে না। যারা সন্ত্রাস শুরু করছে তাদের বিরুদ্ধে থাকবে এনসিপি।
]]>