ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বুধবার (২৬ নভেম্বর) এ কথা জানান।
ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া এবং দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।
রণধীর জয়সওয়াল বলেছেন, ‘বিচারিক এবং অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এটি (বাংলাদেশের দেয়া চিঠি) পর্যালোচনা করা হচ্ছে।’
আরও পড়ুন: হাসিনাকে ফেরত পাঠানোর প্রসঙ্গ কি এড়িয়ে গেল ভারত?
তিনি আরও বলেন,
আমরা অনুরোধটি (হাসিনাকে ফেরতের) পেয়েছি এবং সেটি খতিয়ে দেখা হচ্ছে। আমরা বাংলাদেশের জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সব অংশীদারদের সঙ্গে এ বিষয়ে গঠনমূলকভাবে যোগাযোগ অব্যাহত রাখব।
এর আগে, জুলাই হত্যাযজ্ঞে জড়িত থাকার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে দিল্লিকে চিঠি পাঠানো হয়।
রোববার (২৩ নভেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।
আরও পড়ুন: ‘হাসিনাকে হস্তান্তর করবে না ভারত’
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় জানিয়ে শেখ হাসিনাকে ফেরত দিতে শুক্রবার (২১ নভেম্বর) ভারতকে আনুষ্ঠানিক চিঠি দেয়া হয়েছে।
তৌহিদ হোসেন আরও বলেন, চিঠি সরাসরি দিল্লিতে পাঠানো হয়েছে দুই দিন আগে।
]]>

১ সপ্তাহে আগে
৩





Bengali (BD) ·
English (US) ·