শনিবার (১৯ জুলাই) রাজধানীর কেআইবি মিলনায়তনে গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অবদান ও স্মরণসভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন,
বিএনপি সরকার গঠন করলে প্রথম কাজ হওয়া উচিত গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন করা। আসুন সবাই এ পরিবারগুলোর জন্য একটা ফান্ড তৈরি করি।
একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের সংজ্ঞার চেয়েও বড় ফ্যাসিবাদ আমরা দেখেছি। ফ্যাসিবাদ তৈরি করতে চেতনা তৈরি করেছিলেন শেখ হাসিনা। সব প্রতিষ্ঠান তার আঁচলের মধ্যে বন্দি ছিল।
আরও পড়ুন: চরমপন্থা পুনর্বাসন রোধে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন,
গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন শেষ হয়ে যায়নি। গণতন্ত্র এখনও ফেরেনি, একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। গণতন্ত্র ফিরিয়ে আনতে ছাত্রদের আন্দোলন চালিয়ে যেতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, একটি গোষ্ঠী দাবি করে তাদের আন্দোলনের ফসল। কিছুটা স্বীকার করব কিন্তু পুরোপুরি নয়। যারা বৈষম্যবিরোধী আন্দোলনের ডাক দিলো, একপর্যায়ে যারা ঘরে ঢোকার চেষ্টা করল। তাদের আত্মীয়-স্বজন কেউ গুলি খায়নি।
আরও পড়ুন: সোহরাওয়ার্দীতে পিআর পিআর করে সমাবেশ করছে একটি দল: সালাহউদ্দিন আহমদ
মির্জা আব্বাস বলেন,
আজ আমার বাড়ির সামনে দিয়ে অনেক মিছিল গেছে, সেখানে দেখলাম আওয়ামী লীগের অনেকগুলো মিছিল যাচ্ছে। আবার পদযাত্রায় দেখলাম সেখানেও আওয়ামী লীগ নেতা। আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবো, আবার তাদের প্রশ্রয় দিয়ে দেশ-বিদেশে ঘুরে বেড়াব তা তো হয় না। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করা হচ্ছে।
]]>