ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, জ্বরে ভুগছেন অভিনেত্রী। সে অসুস্থতা নিয়েই দেব অভিনীত ‘খাদান’ সিনেমার ৫০ দিনের সাফল্য উদ্যাপনের এক অনুষ্ঠানে অংশ নেন। আর তারপরই শারীরিক অসুস্থতা বাড়তে শুরু করে রুক্মিণীর।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে রুক্মিণী মৈত্র ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। হাতে স্যালাইন লাগানো সে ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘হাল ছাড়ছি না। লড়াই করছি।’
আরও পড়ুন: মা-বাবা হলেন রূপসা-সায়নদ্বীপ
জানা যায়, শারীরিক কিছু জটিলতা তৈরি হওয়ার কারণেই চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন রুক্মিণী। এই মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: আবারও টালিউডে ধর্মঘট পরিচালকদের, মুখ খুললেন ফেডারেশন সভাপতি
সামাজিক মাধ্যমে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে অভিনেত্রীর পোস্টে পরিচালক রামকমল মুখোপাধ্যায়সহ অনুরাগীরা দ্রুত তার আরোগ্য কামনা করেন। দ্রুতই সুস্থ হয়ে শুটিংয়ে ফিরবেন অভিনেত্রী, এমনটাই আশা শুভাকাঙ্ক্ষীদের।
]]>