হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে রবার্তো কার্লোস, সফল অস্ত্রোপচার সম্পন্ন

২ সপ্তাহ আগে
হৃদরোগের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস। কয়েক দিন আগে ছুটিতে নিজ দেশে যান রিয়াল মাদ্রিদের সাবেক এই ফুটবলার। সেখানেই পায়ের একটা সমস্যা নিয়ে চিকিৎসকদের কাছে যান। পরে তার পুরো শরীরের এমআরআই করা হলে হার্টের সমস্যা ধরা পড়ে।

রবার্তো কার্লোসকে একটি অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দ্রুত ক্যাথেটার বসাতে তার অস্ত্রোপচার করা হয়। পুরো প্রক্রিয়াটি সারতে সাধারণত সময় লাগে ৪০ মিনিটের মতো। তবে জটিলতার কারণে রবার্তো কার্লোসের অস্ত্রোপচার শেষ হতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে। 

 

আরও পড়ুন: গোল করেও দলকে জেতাতে পারলেন না রোনালদো

 

শেষ পর্যন্ত সফলভাবেই তার অস্ত্রোপচার করা হয়। সবকিছু ভালোভাবে সম্পন্ন হওয়ায় রবার্তো কার্লোস এখন শঙ্কামুক্ত আছেন। তবে কয়েক দিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন রিয়াল মাদ্রিদের এই শুভেচ্ছা দূত। 

 

পরে তিনি নিজেই জানিয়েছেন যে, তিনি এখন ভালো আছেন এবং নিবিড় পর্যবেক্ষণে আছেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন, আরও ৪৮ ঘণ্টা তাকে হাসপাতালেই রাখা হবে। 

 

আরও পড়ুন: ২০২৫ সালের বিশ্বসেরা একাদশে নেই আর্জেন্টিনা-ব্রাজিলের কেউ!

 

৫২ বছর বয়সি রবার্তো কার্লোস ইতিহাসের অন্যতম সেরা ফুলব্যাক হিসেবে পরিচিত। ২০০২ সালে ব্রাজিলের হয়ে তিনি বিশ্বকাপ জেতেন। ক্লাব ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদের হয়ে ১৯৯৮, ২০০০ ও ২০০২ সালের চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এই ফুটবলার।

]]>
সম্পূর্ণ পড়ুন