বিরাট কোহলিরা শত হোঁচট খেয়েও থামেন না। এ জন্যই বোধ হয় তিনি বিশ্বসেরা হতে পেরেছেন। তাঁর ভক্তরা তাঁকে ডাকে কিং কোহলি। বিরাট কোহলি যদি ক্রিকেটের রাজা হন। তিনি এমন এক রাজা ছিলেন, যিনি ক্রিকেটের সবকিছু জয় করেছেন; কিন্তু নিজের রাজ্যটাই এত দিন জয় করতে পারেননি। অবশেষে ক্রিকেটের রাজা পেলেন ঘরের মুকুট। জয় করলেন নিজ রাজ্য।