ট্রেনের জানালার পাশে বসেছিলাম, পাশের সিটে ছিলেন এক বয়স্ক ভদ্রলোক। শুরুতেই ওনার সঙ্গে আলাপ হলো। ভীষণ আন্তরিক মানুষ। টাঙ্গাইলে পৌঁছানো মাত্র চারপাশের সবুজ প্রকৃতি যেন আমাকে নতুনভাবে স্বাগত জানাল। বুকের ভেতরের কষ্টটা ধীরে ধীরে হালকা হতে লাগল। নাটোরের স্টেশনগুলো, চলনবিলের অপরূপ সৌন্দর্য—এসব চোখে ধরা দিল এক নতুন আলোয়। শিমুল ফুলের মৌসুম ছিল, রেললাইনের ধারে লাল শিমুলগাছে প্রকৃতি সেজে উঠেছিল ছবির মতো।