হামাসকে এবার সময় বেঁধে দিলেন নেতানিয়াহু, যুদ্ধবিরতি বাতিলের হুঁশিয়ারি

১ মাস আগে
আগামী শনিবারের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে গাজা উপত্যকায় পুনরায় যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকের পর এক বিবৃতিতে নেতানিয়াহু এই হুঁশিয়ারি দেন।

গত ১৯ জানুয়ারি থেকে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরইমধ্যে কয়েক ধাপে জিম্মি মুক্তি এবং বন্দিবিনিময় হয়েছে। তবে উত্তরাঞ্চলে গৃহহীনদের ফেরত পাঠানোতে বিলম্ব, বিভিন্ন এলাকায় গোলাবর্ষণ, মানবিক সহায়তায় বাধা দেয়াসহ বেশ কিছু কারণে ইসরাইলি জিম্মি মুক্তির সময় পিছিয়ে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।

 

এরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি নেতারা হামাসের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন। ট্রাম্প বলেছেন, আগামী শনিবার দুপুর ১২টার মধ্যে সব ইসরাইলি জিম্মিকে মুক্তি দেয়া না হলে যুদ্ধবিরতি বাতিল করা হবে।

 

এবার প্রায় একই সুরে হামসকে হুমকি দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, জিম্মিদের মুক্তি না দিলে গাজায় পুনরায় যুদ্ধ শুরু করবে ইসরাইল। এরই মধ্যে আইডিএফকে এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে বলে তিনি জানান।

 

আরও পড়ুন: ‘শেষ সিদ্ধান্ত ইসরাইল নেবে’, হামাসকে ট্রাম্পের হুমকি কেন?

 

ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, আজ রাজনৈতিক নিরাপত্তা মন্ত্রিসভার সঙ্গে আমি চার ঘণ্টার একটি দীর্ঘ বৈঠক করেছি। সেখানে গত শনিবার মুক্তিপ্রাপ্ত আমাদের তিন জিম্মির মর্মান্তিক পরিস্থিতির জন্য আমরা ক্ষোভ প্রকাশ করেছি।

 

তিনি বলেন, আগামী শনিবার দুপুরের মধ্যে আমাদের জিম্মিদের মুক্তির জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বানকে স্বাগত জানাই। এছাড়া গাজার ভবিষ্যতের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের ঐতিহাসিক পরিকল্পনাকে আমরা স্বাগত জানাই।

 

নেতানিয়াহু বলেন, হামাসের ঘোষণা অনুযায়ী যদি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে এবং আমাদের জিম্মিদের মুক্তি না দেয় সেজন্য গত রাতেই আমি আইডিএফকে গাজা উপত্যকার ভেতরে এবং আশেপাশে বাহিনী সংগ্রহ করার নির্দেশ দিয়েছি। এই অভিযান খুব শিগগিরই শুরু হবে।

 

আরও পড়ুন: গাজায় জিম্মি মুক্তি স্থগিত করল হামাস

 

গাজায় ফের যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, ‘মন্ত্রিসভায় আমি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি যে, হামাস যদি শনিবার দুপুরের মধ্যে আমাদের জিম্মিদের মুক্তি না দেয় -তাহলে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করা হবে এবং হামাসকে চূড়ান্তভাবে পরাজিত না করা পর্যন্ত আইডিএফ লড়াই চালিয়ে যাবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন