হামাস যুদ্ধবিরতিতে রাজি না হলে গাজাকে ‘ধুলোয় মিশিয়ে’ দেয়ার হুমকি ইসরাইলের

২ দিন আগে
যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে না নিলে গাজাকে ‘ধুলোয় মিশিয়ে’ দেয়ার হুমকি দিয়েছে ইসরাইল।

বুধবার (২ জুলাই)  যুক্তরাষ্ট্র-ভিত্তিক অ্যাক্সিওস নিউজের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।

 

সোমবার গাজা শহরের আরও কয়েকটি এলাকার বেসামরিক নাগরিকদের দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরাইলি বাহিনী। যা থেকে সেনাবাহিনীর স্থল আক্রমণ পুনরায় শুরু করার প্রস্তুতির ইঙ্গিত পাওয়া যায় বলে প্রতিবেদনে বলা হয়।

 

আরও পড়ুন:ইসরাইলে ফের হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা 


একজন ঊর্ধ্বতন ইসরাইলি কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস জানায়, ‘গাজা যুদ্ধবিরতির আলোচনা কার্যকর না হলে আমরা গাজা শহর এবং কেন্দ্রীয় আশ্রয় শিবিরগুলোর অবস্থা রাফাহর মতোই করব। সবকিছু ধুলোয় মিশে যাবে।’

  

আরও বলেন, ‘এটি আমরা করতে চাই না। তবে যদি জিম্মি চুক্তির কোনো অগ্রগতি না হয়, তাহলে আমাদের আর কোনো বিকল্প থাকবে না।’


ট্রাম্প যখন বলেছেন, ইসরাইল ৬০ দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করার জন্য প্রয়োজনীয় শর্তাবলীতে সম্মত হয়েছে এবং হামাসকে চুক্তিটি মেনে নেয়ার আহ্বান জানিয়েছে, তখনই এই প্রতিবেদনটি প্রকাশিত হলো।


তবে এ বিষয়ে ইসরাইল বা হামাসের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

 

আরও পড়ুন:ইসরাইল ও নেতানিয়াহুর পতন আসন্ন: ইরানি জেনারেল

]]>
সম্পূর্ণ পড়ুন