সোমবার (৭ এপ্রিল) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেন, ফ্রান্স ‘গাজায় অব্যাহত ইসরাইলি হামলা এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের নিন্দা জানায়। ইসরাইলি বন্দীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং আর দেরি না করে যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানায়।’
আরও পড়ুন:সতর্কতার মাত্রা বাড়াল ইরান, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে প্রকাশ্য হুমকি
তিনি আরও বলেন, ‘আমরা গাজাসহ যেকোনো মানুষকে তাদের ভূমি থেকে জোরপূর্বক স্থানান্তরের বিরুদ্ধে। সেইসাথে গাজা উপত্যকা বা পশ্চিম তীর দখলের বিরুদ্ধেও আমাদের অবস্থান।
এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন এবং এই অঞ্চলের সামগ্রিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।
এ সময় ম্যাক্রোঁ আরও বলেন, গাজা পুনর্গঠনের জন্য ৪ মার্চ আরব দেশগুলোর প্রস্তাবিত পরিকল্পনাকে ফ্রান্স সমর্থন করে।
ম্যাক্রোঁ জানান, ‘এটি গাজার প্রতি একটি বাস্তবসম্মত সমর্থন এবং এই প্রস্তাব গাজা উপত্যকায় একটি নতুন প্রশাসনের পথ প্রশস্ত করবে। এই নতুন প্রশাসনের কোনো অংশ যেমন হামাস হবে না তেমনি ইসরাইলও হবে না।’
এদিকে মিশরের প্রেসিডেন্ট আল সিসি জানান, ‘আমরা একমত হয়েছি যে ফিলিস্তিনিদের তাদের মাতৃভূমি থেকে জোরপূর্বক স্থানান্তরের যে কোনো আহ্বান অগ্রহণযোগ্য।’
আরও পড়ুন:গাজায় ইসরাইলের হামলা এবং মার্কিন সমর্থনের প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
]]>