হামলার পর দাউদাউ করে জ্বলছে ইরানের সামরিক ঘাঁটি

৩ সপ্তাহ আগে
ইরানের উত্তরাঞ্চলীয় জানজান শহরের একটি সামরিক ঘাঁটিতে যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে ইসরাইল। হামলার সেখানে ঘন ধোঁয়া ও জ্বলতে দেখা গেছে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদেনে বলা হয়েছে, ইসরাইলি যুদ্ধবিমান ইরানের উত্তরাঞ্চলের তেহরান থেকে প্রায় ৩২৫ কিলোমিটার (২০০ মাইল) দূরে জানজান শহরে একটি সেনা ঘাঁটিতে বোমা হামলা চালিয়েছে।

 

সংবাদমাধ্যমে প্রকাশিত ফুটেজে হামলার কয়েক ঘণ্টা পরও ঘন ধোঁয়া এবং আগুন জ্বলতে দেখা যাচ্ছে।

 

শনিবার (১৪ জুন) সকালে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

 

আরও পড়ুন: মধ্য ইসরাইলে সরাসরি আঘাত হানল ইরানি ক্ষেপণাস্ত্র, বহু হতাহত

 

টেলিগ্রামে পোস্ট করা একটি সংক্ষিপ্ত বিবৃতিতে আইডিএফ জানায়, ‘ইসরাইলি বিমান বাহিনী ইরানের হুমকি দূর করার জন্য লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে।’

#BREAKING Videos obtained by Iran International show thick orange smoke and a massive fire in Zanjan, northern Iran, where an army base was reportedly targeted by Israeli airstrikes. The fire is still burning hours after the attack. pic.twitter.com/G7OENEmhyd

— Iran International English (@IranIntl_En) June 14, 2025

আইডিএফের তথ্যানুযায়ী, শুক্রবার ইরানের সামরিক ঘাঁটিতে ইসরাইলের প্রাথমিক হামলার ঘণ্টারও বেশি সময় পরে এই হামলার খবর জানা গেল। গতকালের হামলায় তিন ইরানি সামরিক কমান্ডার, ছয় পরমাণু বিজ্ঞানীসহ অন্তত ৭৮ জন নিহত হয়েছেন।

 

আরও পড়ুন: ইরানি হামলার ভয়ে একরাতে পাঁচবার বাংকারে আশ্রয় নেন ইসরাইলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

 

এদিকে ইরান শুক্রবার রাতভর এবং শনিবার সকালে ইসরাইলে কয়েদ দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর কথা জানিয়েছে ইসরাইল কর্তৃপক্ষ। এছাড়া অর্ধশতাধিক ইসরাইলি নাগরিক আহত হয়েছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন