সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় নাগরিক পার্টি রাঙ্গামাটি জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী (দফতর) দিবাকর চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে রাঙামাটির যুগ্ম সমন্বয়কারী (দফতর) দিবাকর চাকমা জানান, খাগড়াছড়িতে অষ্টম শ্রেণি এক মারমা কিশোরী ধর্ষণের প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে চলমান আন্দোলনের সহিংস পরিস্থিতির জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাঙ্গামাটি পার্বত্য জেলা গভীর দুঃখ, নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। সহিংস পরিস্থিতিতে যারা নিহতদের আত্মার শান্তিকামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একইসঙ্গে এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদের অরাজনৈতিক ও শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে।
আরও পড়ুন: পার্বত্য অঞ্চল নিয়ে ট্রাম্পকার্ড খেলে ভারত এটিকে কেড়ে নিতে চায়: হান্নান মাসউদ
রাঙ্গামাটি জেলার সকল নাগরিককে শান্ত ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ধর্ষকদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর আহ্বান জানাচ্ছি।
এ বিষয়ে এনসিপির রাঙ্গামাটি জেলা শাখার সমন্বয়কারী বিপিন চাকমা বলেন, রাঙ্গামাটি জেলার যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) দিবাকর চাকমা আমাদের সাথে আলোচনা করেই এই বিবৃতি দিয়েছে। আমরা খাগড়াছড়ি ঘটনায় গভীর দুঃখ ও নিন্দা প্রকাশ করছি।