হাদিকে হত্যার প্রতিবাদে ঝালকাঠিতে মহাসড়ক অবরোধ, আলটিমেটাম

৩ সপ্তাহ আগে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের প্রকৃত খুনি কারা, তাদের বর্তমান অবস্থান এবং আসামিদের কতজন গ্রেফতার হয়েছে সেসব বিষয় পুলিশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানোর দাবিতে ঝালকাঠিতে সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর দুইটা থেকে ঝালকাঠি শহরের কলেজ মোড় এলাকায় খুলনা-ঝালকাঠি মহাসড়ক ব্লকেড করে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি শুরু করা হয়। 


সাড়ে তিনঘণ্টা পর জেলা প্রশাসনের আশ্বাসে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে অবরোধ ভাঙে বিক্ষুব্ধরা। কর্মসূচিত হাদির নিজ জেলা ঝালকাঠির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদের নেতাকর্মীসহ স্থানীয় ছাত্র-জনতা অংশ নেন।


আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের প্রকৃত খুনি আসলে কারা, তাদের বর্তমান অবস্থান কোথায় এবং এ ঘটনায় আসামিদের সর্বশেষ  কতজন গ্রেফতার হয়েছে, এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে এখনও পরিষ্কারভাবে জানানো হয়নি। 

আরও পড়ুন: ঝালকাঠিতে শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

একই সঙ্গে হাদির হত্যারকারীদের নাম পরিচয় প্রকাশ করে তাদের ফাঁসিরও দাবি করা হয় এ কর্মসূচি থেকে। পরে সেখানে পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেনসহ প্রশাসনের নেতারা ছুটে যান। ছাত্র-জনতার দাবির ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ পুলিশ হেড কোয়ার্টারে বিষয়টি দ্রুত জানানোর আশ্বাস দেয় প্রশাসনের কর্মকর্তারা। এতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বিকেল ৫টা ২৭ মিনিটে অবরোধ ভাঙে আন্দোলনকারীরা।

]]>
সম্পূর্ণ পড়ুন