হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালকে পালাতে সহায়তায় অভিযুক্ত ২ আসামি রিমান্ডে

৪ সপ্তাহ আগে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে ভারতে পালাতে সহায়তার অভিযোগে গ্রেফতার দুই আসামি সিবিয়ন দিউ ও সঞ্জয় চিসিমের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।

 

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার পুলিশ পরিদর্শক ফয়সাল আহমেদ আসামিদের ৭ দিনের রিমান্ড আবেদন করেন।

 

আরও পড়ুন: হাদিকে সিঙ্গাপুরেই অপারেশনের অনুমতি দিয়েছে পরিবার: ইনকিলাব মঞ্চ

 

গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 

 

আরও পড়ুন: হাদির সর্বশেষ অবস্থা নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা

 

পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চ এক বিবৃতিতে জানিয়েছে, হাদির পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন করার অনুমতি দেয়া হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন