হাদিকে হত্যা করে ভারত নিজেকেই হত্যা করেছে: ফয়জুল করিম

৩ সপ্তাহ আগে
ভারত ভেবেছে হাদিকে হত্যা করলে বাংলাদেশে তাদের আধিপত্য বিস্তার সম্ভব হবে। কিন্তু হাদিকে হত্যা করে ভারত নিজেকেই হত্যা করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের রঙ্গশ্রী ইউনিয়নের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ ভারতের গোলামি করবে না ইনশাআল্লাহ। হাদির খুনিদের বাংলাদেশে ফেরত না দেওয়া হলে ভারতের সঙ্গে সকল কূটনৈতিক সম্পর্ক আমরা ছিন্ন করব। যারা আমাদের খুনিদের আশ্রয় দিয়েছে, তারা আমাদের শত্রু ও দুশমন।’


তিনি ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘খুনিদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠিয়ে আইনের আওতায় আনা হোক। তা না হলে বাংলাদেশের মানুষ এমনভাবে প্রতিবাদ করবে, যাতে ভারতের পক্ষে খুনিদের ফেরত দেওয়া বাধ্যতামূলক হয়ে যাবে।’

আরও পড়ুন: আ. লীগকে অংশগ্রহণ মূলক নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা শিখিয়েছে বিএনপি: ফয়জুল করিম

ইসলামী আন্দোলন বাকেরগঞ্জ উপজেলা সেক্রেটারি মাও. মাহমুদুল হাসান জাহাঙ্গীরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা নূরুল ইসলাম আল আমিন চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার যুব বিষয়ক সম্পাদক মাওলানা ইব্রাহীম হোসাইন মৃধা, মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়াসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সব সহযোগী সংগঠনের নেতারা।

]]>
সম্পূর্ণ পড়ুন