শুক্রবার বিকেল ৪টায় জেলার নলছিটি উপজেলার স্থানীয় ঐতিহ্যবাহী এ লঞ্চঘাটটিকে হাদির স্মরণে নতুন নামকরণ করে তা আনুষ্ঠানিক উদ্বোধন করে নৌ-উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম শাখাওয়াত হোসেন।
এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়াও শহীদ হাদির বোন ও ভগ্নিপতি উপস্থিত ছিলেন।
শহীদ হাদির নামে ঘাটটি উদ্বোধন করে নৌ-উপদেষ্টা শাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, ‘আগামীতে যাতে দেশে কোনো ফ্যাসিস্ট সরকারে আবির্ভাব না ঘটে, যারা সরকারে আসবে তারা যেন শিক্ষাগ্রহণ করে, জনগণের জন্য কাজ করে এবং সততার সঙ্গে কাজ করবে-এটাই আন্তর্বর্তীকালীন সরকারের আশা। নতুবা শহীদ হাদিসহ জুলাই যোদ্ধা যারা শহীদ হয়েছেন তাদের আত্মা আমাদের মাফ করবে না।’
আরও পড়ুন: ওসমান হাদির নামে নলছিটি লঞ্চঘাটের নামকরণ
হাদি হত্যার ব্যাপারে উপদেষ্টা শাখাওয়াত বলেন, ‘হাদি হত্যার ঘটনায় সরকার অত্যন্ত সিরিয়াস। শুধু হত্যাকারীই নয়, দেশে-বিদেশে এর নেপথ্যে যারা রয়েছেন তাদেরও খুঁজে বের করা হবে। খুব শিগগিরই জনসমুখে তা জানানো হবে বলেও উল্লেখ করেন উপদেষ্টা শাখাওয়াত হোসেন।

২ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·