রোববার (২৮ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোডে হাদি হত্যা মামলার তদন্তের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ডিএমপির এ কর্মকর্তা বলেন, হাদি হত্যা মামলার মূল আসামিদের চিহ্নিত করার আগেই তারা পালিয়ে যায়। তারা মেঘালয় রাজ্যের তুরা এলাকায় আত্মগোপনে চলে যায়। সেখানে তাদের সহযোগিতাকারী দুজনকে আটক করেছে ভারতের পুলিশ।
আরও পড়ুন: তারেক রহমানকে নিয়ে কটূক্তি, গ্রেফতার ব্যক্তির মুক্তি চাইল বিএনপি
মো. নজরুল ইসলাম বলেন, এ পর্যন্ত মোট ১১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে ৬ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ন্যায়বিচার নিশ্চিতে রাষ্ট্র ও পুলিশের সর্বাত্মক চেষ্টা চলছে জানিয়ে ডিএমপির এ কর্মকর্তা বলেন, আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে চার্জশিট দাখিল করতে পারবো।
আরও পড়ুন: মাদক নিয়ে দ্বন্দ্বে শ্রমশক্তির নেতাকে গুলি করা হয়েছে: র্যাব
তবে, হত্যার মূল কারণ ও পরিকল্পনাকারীদের ব্যাপারে কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।
]]>
২ সপ্তাহ আগে
৩








Bengali (BD) ·
English (US) ·