চলুন জেনে নিই সে তিন উপাদানের নাম ও কিছু নিয়ম, যা নিয়মিত মেনে চললে হাত ও নখের সৌন্দর্য বাড়াতে পারবেন।
১। পাতিলেবু: প্রচুর পরিমাণ ভিটামিন ‘সি’ আছে পাতিলেবুর রসে। নখের যত্নে এটি ব্যবহার করতে পারেন। একটি পাতিলেবু অর্ধেক বা চার টুকরো করে নিন। এবার টুকরো পাতিলেবু হাত ও নখে ভালো করে ঘষুন। তারপর ধুয়ে নিন। প্রতিদিন এ কাজটি করলে উপকার পাবেন। এতে নখে জমে থাকা ময়লা দূর হয়। একইসঙ্গে ইনফেকশনের ভয় কমে।
আরও পড়ুন: শীতে রুক্ষ্ম ত্বকের যত্ন ৫ উপায়ে
২। অলিভ অয়েল: নখে চকচকে ও তৈলাক্ত ভাব আনতে অলিভ অয়েল লাগাতে পারেন। এতে উপকার পাবেন। সেইসঙ্গে দূর হবে ত্বক ও নখের শুষ্কতা। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে নিয়ম করে অল্প অলিভ অয়েল হাত ও নখে মালিশ করুন।
আরও পড়ুন: শীতে ঠোঁট ফাটা এড়াতে করণীয়
৩। গোলাপজল: হাত ও নখের যত্নে গোলাপজল দারুণ কাজে আসে। এটি ত্বক ও নখ নরম ও উজ্জ্বল করে। অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন থাকায় এটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে, যা দ্রুত বাড়িয়ে তোলে হাত ও নকের সৌন্দর্য।
]]>