হাছান মাহমুদ বলছেন, 'গণতন্ত্র পুনরুদ্ধারে'  বিএনপির সাথে কাজ করতে প্রস্তুত আওয়ামী লীগ 

৪ সপ্তাহ আগে
বাংলাদেশের ‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ প্রয়োজন হলে বিএনপির সঙ্গে একযোগে কাজ করার বিষয়ে তার দলের প্রস্তুত থাকার কথা বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। লন্ডনভিত্তিক ‘চ্যানেল এস’ টেলিভিশনে এক সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক এই মন্ত্রী বলেন, “আমি বিএনপির সাথে অনেক ক্ষেত্রে একমত"। তিনি বলেন, “বিএনপি যে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলছে, একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের কথা বলছে, সেটির সাথে আমরা একমত এবং প্রয়োজনে বিএনপির সাথে একযোগে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা কাজ করব।” এর আগে দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ও 'দূরত্ব কমিয়ে' বিএনপির সাথে কাজ করার কথা বলছিলেন।   যদিও বিএনপির শীর্ষ নেতারা আওয়ামী লীগের সাথে কাজ করার বিষয়ে কোনও কথা বলেননি। এর আগে রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "মাইনাস টু ফর্মুলা কিংবা বিএনপিকে বাদ দেয়ার ষড়যন্ত্র চলবে না।" চলতি বছর অগাস্ট মাসের পাঁচ তারিখ তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা বাংলাদেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। সরকার পতনের থেকেই ১৬ই জুলাই থেকে শুরু হওয়া আন্দোলনে ছাত্র ও সাধারণ মানুষের ওপর "গুলি চালানোর নির্দেশ" দেয়ার অভিযোগে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন আদালতে একের পর এক মামলা দায়ের করা হয়েছে।
সম্পূর্ণ পড়ুন