হাঙ্গেরির বুদাপেস্ট শহরে অনুষ্ঠানরত ফারাগো ইভান মেমোরিয়াল গ্র্যান্ড মাস্টার দাবা প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডে খেলা শেষে বাংলাদেশের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৪ খেলায় আড়াই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।
চতুর্থ রাউন্ডের খেলা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। তাহসিন ভারতের শ্রীরাম আদর্শ উপলার সাথে ড্র করেন। গ্র্যান্ড মাস্টার ডেভিড বেরকেজের সঙ্গে ড্র করেন।
রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে... বিস্তারিত