হাইমচর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

১ সপ্তাহে আগে
চাঁদপুরের হাইমচর উপজেলা বিএনপির ১০৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম যৌথ স্বাক্ষরে শুক্রবার এ কমিটি অনুমোদন দেন।

নবগঠিত কমিটিতে আমিন উল্লাহ বেপারী সভাপতি এবং মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। গত ২৬ ফেব্রুয়ারি উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তাদের নাম ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া।


পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদে আ. খালেক খাঁন, হাজী ইসহাক খোকন, মিজানুর রহমান শেখ সহ আরও ৪ জন রয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. হারুনুর রশিদ গাজীসহ ৫ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে খোরশেদ আলম কোতোয়াল, মো. আজিজুল হক বাবুল দায়িত্ব পেয়েছেন।

আরও পড়ুন: দেড়যুগ পর কুষ্টিয়া পৌর বিএনপির সম্মেলন

এছাড়া, দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন মাষ্টার, অর্থ বিষয়ক সম্পাদক ছৈয়দ আহম্মেদ গাজী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সিরাজ হাওলাদার, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক বিষয়ক এস.এম. এ মান্নানসহ বিভিন্ন পদে আরও অনেকে স্থান পেয়েছেন।


এদিকে, স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রত্যাশা করছেন, দীর্ঘদিন ধরে হাইমচরে  নতুন এই কমিটি উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে তাদের কার্যক্রমকে আরো গতিশীল করবে।

]]>
সম্পূর্ণ পড়ুন