হাঁস নিয়ে ঝগড়া, ভাসুরকে কুপিয়ে মারলেন ছোট ভাইয়ের স্ত্রী

৩ সপ্তাহ আগে
ফরিদপুরের ভাঙ্গায় ছোট ভাইয়ের স্ত্রীর বটির কোপে ভাসুর টুকু মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুণপালদী গ্রামে এ ঘটনা ঘটে।

টুকু মোল্লা ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুনপালদী গ্ৰামের ইদ্রিস মোল্লার ছেলে। তিনি ঢাকায় একটি জুতার ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন।


পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে টুকু মোল্লা দুই দিন আগে বাড়িতে আসেন। অনুষ্ঠান শেষে শুক্রবার সন্ধ্যায় হাঁস পালনকে কেন্দ্র করে তার সঙ্গে তুরস্ক প্রবাসী চাচাতো ভাই সোহাগ মোল্লার স্ত্রী সীমা বেগমের কথা কাটাকাটি হয়।


কথা কাটাকাটির এক পর্যায়ে সীমা তার হাতে থাকা বটি দিয়ে ভাসুর টুকু মোল্লাকে কুপিয়ে জখম করে।
পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় টুকু মোল্লাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ফরিদপুরে হাত বাঁধা যুবতীর বিবস্ত্র মরদেহ উদ্ধার

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মো. মামুন জানান, সংবাদ পেয়ে হাসপাতালে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার মরদেহের ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


তিনি আরও জানান, ঘটনার পর সীমা বেগম বাড়ি থেকে পালিয়ে গেছেন। তাকে গ্রেফতারে অভিযান চলছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
 

]]>
সম্পূর্ণ পড়ুন