এফএ কাপের কোয়ার্টার ফাইনালে বোর্নমাউথের বিপক্ষে লড়াইয়ে রোববার (৩০ মার্চ) বাঁ পায়ের অ্যাঙ্কেলে চোট পেয়ে মাঠ ছেড়েছেন হলান্ড। ম্যাচের ৫৬তম মিনিটে প্রতিপক্ষের রাইট-ব্যাক লুইস কুক বাজেভাবে তার ওপর পড়ে গেলে বাঁ অ্যাঙ্কেলে চোট পান তিনি।
প্রাথমিক চিকিৎসা নিয়ে আবার মাঠে ফেরেন তিনি। কিন্তু একটু পরই মাঠে পড়ে গিয়ে ব্যথায় কাতরাতে থাকেন। পরে তাকে তুলে নেন কোচ পেপ গার্দিওলা।
তখনও পর্যন্ত চোটের গভীরতা ততটা বোঝা যায়নি। তবে ম্যাচ শেষে তাকে ক্রাচে ভর দিয়ে হাঁটতে দেখে শঙ্কার ছবিই ফুটে ওঠে। ম্যাচের পর গার্দিওলা অবশ্য জানান, তারা ঠিক নিশ্চিত নন কতটা গুরুতর চোট এটি। পরীক্ষার পর জানা যাবে বিস্তারিত।
আরও পড়ুন: মেসির দেহরক্ষীর মাঠে ঢোকায় নিষেধাজ্ঞা
হলান্ডের পরীক্ষা করানোর পর ম্যানচেস্টার সিটি এক বিবৃতি দিয়েছে। সেখানে তারা জানায়, 'সোমবার সকালে ম্যানচেস্টারে আর্লিংয়ের প্রাথমিক পরীক্ষা করানো হয়েছে এবং এখন তাকে বিশেষজ্ঞ দেখানো হবে চোটের সম্পূর্ণ মাত্রা পুরোপুরি নিশ্চিত হতে। তার অবস্থা ভালোভাবে বুঝতে মূল্যায়ন চলছে এখনও। আপাতত আশা করা হচ্ছে, মৌসুমের বাকিটায় আর্লিং ফিট হয়ে উঠে খেলতে পারবে, এই গ্রীষ্মের ফিফা ক্লাব বিশ্বকাপসহ।'
মৌসুমের শেষে হলান্ড ফিরলেও, এটা অবশ্য নিশ্চিত সিটির পরের দুই ম্যাচে পাওয়া যাচ্ছে না তাকে। বুধবার (২ এপ্রিল) লেস্টার সিটির বিপক্ষে এবং আগামী রোববার (৬ এপ্রিল) ম্যানচেস্টার ডার্বির ম্যাচে দেখা যাবে না নরওয়েজিয়ান এই তারকাকে।