আফগানিস্তান হেরেছিল দক্ষিণ আফ্রিকার কাছে। গত আসরে সবাইকে অবাক করে দেয়া এই দলটির ওপর বাজি ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিংয়ের। রশিদকে অধিনায়ক করে আফগানিস্তান আজ বিশ্বকাপের দল ঘোষণা করেছে। হরভজন মনে করেন, রশিদ খান বাহিনী এবারের আসরেও সেমিফাইনাল খেলবে।
হরভজনের লিস্টে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের জায়গা হয়নি, জায়গা হয়নি নিউজিল্যান্ড কিংবা ওয়েস্ট ইন্ডিজেরও। হরভজনের অন্য তিন বাছাই ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ঘরের মাটিতে ভারতকে বিশ্বকাপ জেতার জন্য ফেবারিটই মনে করেন তিনি।
আরও পড়ুন: বিশ্বকাপের জন্য আফগানিস্তানের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা
গালফ টুডেকে হরভজন বলেন, ‘আমার মনে হয় ভারতের জেতার ভালো সুযোগ রয়েছে। কারণ তাদের স্কোয়াড শক্ত, আসরও নিজেদের মাটিতে। অন্যদের চেয়ে তারা কন্ডিশন সম্পর্কে ভালো জানে। বিশ্বকাপে চাপ থাকে, সেটা ভালোভাবে সামলাতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ...অস্ট্রেলিয়া ভালো দল, কাপ জেতারও দাবিদার। আরেকটি যোগ্য দল দক্ষিণ আফ্রিকা। তাদের সাম্প্রতিক ফর্ম ভালো। স্পিনারদের নিয়ে আফগানিস্তানও ভালো আমার মনে এই কন্ডিশনে তারা যে কাউকে হারিয়ে দিতে পারবে। তাই তারা আমার বাছাই।’
২০ দলের আগামী বিশ্বকাপ বসবে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে। ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরু হয়ে শেষ হবে ৭ মার্চ।

২ সপ্তাহ আগে
২








Bengali (BD) ·
English (US) ·