মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার তেঘরিয়া পূর্বহাটি গ্রামে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের পর পুলিশ অভিযান চালিয়ে উভয়পক্ষের ১৩ জনকে আটক করেছে। এ সময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র।
পুলিশ জানায়, ঢাকায় অবস্থানরত লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের লিটন মিয়া ও মুহিত মিয়ার লোকজনের মধ্যে ভাঙারি বিক্রির টাকা ভাগবাটোয়ারা নিয়ে সংঘর্ষ হয়। এ ঘটনাটি মীমাংসার জন্য আজ সকালে তেঘরিয়া গ্রামে সালিশ বৈঠক চলছিল।
আরও পড়ুন: জমি নিয়ে বিরোধ: নরসিংদীতে টেঁটাযুদ্ধে আহত ১০
শালিসের এক পর্যায়ে বাগ্বিতণ্ডা থেকে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে দুপক্ষের শত শত লোকজন টেঁটাযুদ্ধে লিপ্ত হয়।
ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর পুলিশ এবং স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতাল ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় টেঁটাযুদ্ধে নিহত ১, আহত ৩০
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বন্দে আলী মিয়া জানান, দাঙ্গার সঙ্গে জড়িত ১৩ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।