হবিগঞ্জে ব্যবসা নিয়ে বিরোধে আওয়ামী লীগ-যুবদলের ধাওয়া-পাল্টা ধাওয়া

১৯ ঘন্টা আগে
হবিগঞ্জের বাহুবলে ব্যবসা নিয়ে বিরোধে আওয়ামী লীগ ও যুবদল নেতার সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (২০ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত মিরপুর চৌমুহনীতে দেশীয় অস্ত্র হাতে ওই দুদলের কয়েকদফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।


উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক দুলাল মিয়া ওরফে রাডার দুলাল ও যুবদল নেতা আব্দুল আউয়াল হেলাল দুপক্ষের নেতৃত্ব দেন।


আরও পড়ুন: আবারও সংঘর্ষে জড়ালো ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা


পুলিশ জানায়, রাডার দুলাল ও হেলালের মধ্যে জমি কেনাবেচার যৌথ ব্যবসার টাকা নিয়ে বিরোধ ছিল। বুধবার দুজনের মধ্যে ঝগড়া হয়। দুপুরে তাদের দুপক্ষে লোক দেশীয় অস্ত্রশস্ত্রসহ মিরপুর চৌমুহনীতে অবস্থান নেন এবং কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। তাদের হাতে দেশীয় নানারকম অস্ত্র ছিল। ফলে চৌমুহনী বাজারের ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন।


এ ব্যাপারে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, দুপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। পরবর্তীতে সংঘাত এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন