শনিবার (১৯ জুলাই) দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
নিহত রঙ্গিলা মিয়া হবিগঞ্জ সদর উপজেলার উমেদনগর মধ্যহাটির নুরুল হোসেনের পুত্র।
নিহতের পরিবার জানায়, রঙ্গিলা মিয়া গত ৬ দিন ধরে নিখোঁজ ছিলেন। সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে পরিবার হবিগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে এবং বিভিন্ন পত্রপত্রিকায় নিখোঁজ সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করে।
শনিবার দুপুরে স্থানীয় লোকজন সুনারু গ্রামের পার্শ্ববর্তী হাওরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
আরও পড়ুন: বিনা বিচারে ৩০ বছর কারাগারে থাকা কানু মিয়া মুক্তি পেলেন
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রঙ্গিলা মিয়াকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করে পানিতে ফেলে দেয়া হয়েছে। বস্তার ভেতর পাথর রাখা ছিল, যাতে মরদেহ ভেসে না ওঠে।’
তিনি আরও বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। দোষীদের চিহ্নিত করে অচিরেই আইনের আওতায় আনা হবে।’
]]>