প্রাক মৌসুম সফরে চতুর্থ ও শেষ ম্যাচ খেলতে নেমেছিল ইন্টার মায়ামি। তাতে দেখা গেলো মেসি ঝলক। একটি গোলের সঙ্গে অ্যাসিস্ট করেছেন দুটি! তাতে হন্ডুরান ক্লাব দিপোর্তিভো অলিম্পিয়াকে এমএলএস ক্লাবটি ৫-০ গোলে বিধ্বস্ত করেছে।
অবশ্য হন্ডুরাসে ম্যাচটা মাঠে গড়িয়েছে ভূমিকম্পের মতো দুর্যোগ পরিস্থিতিতে। কিক-অফের দুই ঘণ্টারও কম সময় আগে হন্ডুরাসের উত্তরে এবং কেম্যান দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিমে ক্যারিবিয়ান... বিস্তারিত