হত্যা মামলায় একজনের ফাঁসি, অন্যজনের যাবজ্জীবন

৩ সপ্তাহ আগে
নেত্রকোনা সদরের চল্লিশা উত্তর বিলচুলঙ্গি এলাকার আব্দুস সোবহান হত্যা মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ডাদেশ ও অপজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালত।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে এক জনাকীর্ণ আদালতে এ রায় দেন বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ  মো.  হাফিজুর রহমান।


দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, একই এলাকার মৃত্যুদণ্ডপ্রাপ্ত এমদাদ হোসেন ও যাবজ্জীবন প্রাপ্ত আবুল হাসেম ওরফে মো. আবুনি। 

আরও পড়ুন: পিরোজপুরে এমদাদুল ফরাজী হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

আদালত সূত্রে জানা গেছে, একটি অটোরিকশা হারানোর ঘটনায় পূর্বপরিকল্পিতভাবে সোবাহানকে গত ২০১৯ সনের ৬ জুলাই মোবাইল ফোনে ডেকে নেয় তার চাচাতো ভাই রাসেল। এরপর বাড়ি না ফিরলে পরদিন খোঁজাখুঁজি করে একই এলাকার জমিতে স্বামীর গামছা পান স্ত্রী শিউলি আক্তার। 


পরে এলাকাবাসীর সহায়তায় মাটি খুড়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় স্ত্রী শিউলি আক্তার বাদী হয়ে ওই দিনই নেত্রকোনা মডেল থানায় ডেকে নেয়া রাসেলসহ এমদাদ ও অটোরিকশার মালিক আবুল হোসেনের নামে মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ তদন্ত শেষে চার্জশিট দাখিল করলে ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।


 এ মামলার অপর আসামি রাসেলের বয়স কম থাকায় তাকে শিশু কিশোর দণ্ডবিধিতে নেয়া হয়। 


এদিকে বুধবার মামলার রায় প্রকাশের সঙ্গে সঙ্গে মূল পরিকল্পনাকারী আবুল হাসেমের যাবজ্জীবন কারাদণ্ড হওয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এমদাদ আদালত চত্বরেই হাসেমের ওপর হামলা করে।

]]>
সম্পূর্ণ পড়ুন